কথা-কাজে অমি আহা
অতি ভালো খুব সে,
হারে না তো কোন কাজে
থাকে না তো চুপসে।


আসে যদি বড় গাড়ী
মাথা করে চিনচিন,
দেখে হাসে মাথা ঝাঁকে
কাঁপে সাথে ইঞ্জিন।


পড়াশুনা করে যত
মাথায় কেন যায়না,
তাতে সারাবেলা সে তো
ধরে কত বায়না।


বাবা-মা যা বলে অমি-
শোনে-মানে খুবতো,
পড়াশুনার কথা বললে
কেন সে হয় চুপ তো!


আস্তে আস্তে অমি আরো
হচ্ছে ভালো বেশ যে,
শিখছে পড়া লিখছে ছড়া
হচ্ছে তার-ই শেষ যে।