চাঁদের দিকে তাকাই যখন
অন্ধকারেই ভাসি
আলোর যত কণাগুলো
দেখিয়ে যায় হাসি।


গাছের পাতা নড়তে থাকে
ডালের ডানে-বামে,
খানিক আলো খানিক আধার
চরকি দিয়ে নামে।


রাতের জোনাক জ্বলেজ্বলে
আধারটাকে কাটায়
এমন রাতে শান্তি লাগে
চলতি পথে হাঁটায়।


ঝিঁঝি ডাকা কালোরাতে
আলো যখন আসে
ভালো লাগা অনুভূতি
মনে তখন ভাসে।