অরণ্যের বিষন্নতায়  শেকড়ের কই
কানি মেরে আখের গোছায়


পাখিদের কোরাস শুনে ঘোড়ার বাতাস
কচ্ছপের খোলস ভাঙে
আর সারিসারি পিঁপড়ে, জোনাকির
আগুন খেয়ে চলে যায়


ক্ষেপে ওঠে টগবগে গন্তব্য


তখন লাল-নীল বৃক্ষরা
আকাশের নামে কালোজল দিয়ে লেখে
বিরহের প্রেমপত্র
আর-
মুন্ডুহীন ডালের গোড়া থেকে
টপটপ করে ঝরে
ব্যথাতুর রক্ত


কেনো বলোতো! সবুজ পাতা দিয়ে সুখ গজালে,
দুষ্টু বানর মুছে দেয়?


অরণ্যের কান্নায় মেঘ ফেটে বের হয়
জ্বলন্ত অশ্রু?


মাটি ফেটে বের হয় আগুনের গুলতি?
তখন-
মাকালীয় মানুষের পীতলের প্রেমে
হেঁসেলে নামে নিষ্ঠুর বিভ্রান্তি