যখন সকাল চেয়েছি
চটচটে পিচ্ছিল আঁধারে ঢেকে গেলো পুরো আকাশ
সময় ছিঁড়ে ছিঁড়ে হাঁটতে গেলাম
ঘন বিষাক্ত কাটায় আঁটকে গেলো পা
আর পেছনে পেছাতে পেছাতে দেখি
পায়ের পাশে পড়ে আছে এক অস্থির ডোম-কাক


যখন হাসতে চেয়েছি
এক উত্তেজিত আঠালো অনুভূতি ঢেকে নিলো শরীর


অথচ নিরেট বিদ্ঘুটে পাথর ফেটে বের হয়
ঝরঝরে ঝর্ণা, দিগন্ত নীলে হাসে সাদামেঘ, অথৈজলে ভাসে লালনীল পদ্ম
এ কী সহাস্য আনন্দ ; নাকি
আমার মতো না পাওয়া অস্ফুট থিকথিকে সাদা অশ্রু