সময়ের মসলাহীন পিলারে
পালকহীন পাতাও কাল্পনিক রেখা অঙ্কন করে


এখানে উচ্ছৃঙ্খল আলাপেরা
ভাংতি খতিয়ান করে আবাসন গাড়ে;
আমার খতিয়ানে আছে দাগ, দলিল-
তবুও শংকা!


সময়কে সীমারেখা দ্বারা কল্পনা করা যায় না।


প্রয়োজন হলে বেরিয়ে আসে জিরাফের গলা, এ্যামিবার পা,
শুষে নেয় পাতা, মাটি, জল...
অপ্রয়োজনেও ছাড়েনা বিকার আঁধার
একটা হুংকার!
আকাশের তীব্রতাকে হার মানায়।


আমিও আছি সময়ের অপেক্ষায়
শুনেছি প্রজন্মরা তো কাউকে ক্ষমা করে না...