সত্য সবুজ অবুঝ অবুঝ মিষ্টি দু'টি পাখি
ঘুম ভাঙাতে কত্ত আজব করছে ডাকাডাকি!
কখনোবা দরজা ঠেলে আস্তে মারে টোকা–
কারণ- নাকি, অনেক বেশী ঘুমকাতুরে খোকা!


পাখির কথা- "এত্তবেলা ঘুমতো ভালো নয়,
বাইরে দেখো প্রকৃতিটা কী যে আলোময়!"
আরও দেখো ঠায় দাঁড়ানো শিশির ঝরায় গাছ
কেমন করে পড়ছে নীচে গুড়ো আলোর নাচ!


পাখির ডাকা কিচিরমিচির ঝালাপালা কান
ঘুম তখনই ভেঙেচুরে হয়েছে খানখান!
উঠেই খোকা মাজতে গেলো দাঁত দুপাটি ব্রাশ
এসব দেখে খাইলো ডালের পাখি দুটি ক্রাশ!