সবুজে ঢাকা মন
কালোমেঘে উতলা বিকট গন্ধে
চৌচির নীলাকাশে ভাসে
অদ্ভুত অদ্ভুত হুংকার
তলায় গুড়োগুড়ো রোদে
তামাক ভাজা হয় নরম ঘাসের
তবুও সবুজ ঠিক থেকে
চাঁদের সাথে লুকোচুরি খেলে
প্রিয়তমার মেহেদী মাখা হাতে জাগে
তিমিরাশ্রিত প্রত্যাশা


ওক গাছের আড়ালে দেখি
কাদামাখা স্মৃতি


আকাশ হয় স্ফিত সমুদ্র
প্রেম হয় ধোয়াশায় মাখানো
নিস্তেজ
কান্নার সুর
ক্রমেই বয়ে চলে
বুকে বেঁধে পাথর চাই নিয়ে...