পাথর ভাসলে-
ঝলমল করে পৃথিবী
রোদের আলোয় জাগে সতেজ সকাল
পিঠ টানটান করে শ্বাস নেয় বাতাস


পাথর কাঁদলে-
গতর হয়ে ওঠে নিরেট পাহাড়
ডালপালারা নেয় তেতুলের দূরত্ব
চারিদকে হীম করে ঝরঝর শব্দে গড়ায় জল


পাথর ঘামলে-
ভরাট করে তীর, সাগরের অপার সুর
রিমঝিম গানে ভাসায় অবারিত অতুল ছাদ
প্লেটভর্তি মদের আকার ও পরিবর্তন হয়ে যায়


পাথর হাসলে-
পৃথিবীর রহস্যরা এসে জড়ো হয়
আকাশ আর আঁধার মিলে যায় আকাশে
গভীর অস্বপ্নরা নেমে আসে জোনাকির আলোয়