পেটুক রাজার পেটটা শু'লে
ছাদের গায়ের ঠেকে,
ভুড়িতো নয় কাঠের গুড়ি
দেখতে যাবি কে কে!


পেটের ভেতর আলু-পটল
ভরা আরো সীমে,
সকালবেলার নাস্তা দেখো
শত শত ডিমে।


পেটুক রাজা যেটুক খাবে
ভুড়িটা হয় বাকা,
যতই খাবে ততই বলে-
পেট নাকি তার ফাঁকা।


তুলো-মুলো-বুটভাজা খায়
কুটুর-মুটুর কেটে,
খেতে খেতে ভুড়ি গেলো
ফটাস করে ফেটে।