ঘাসের বুকে পরিবারে
পিঁপড়ে করে বাস,
বাসি রুটি খুঁজে খেয়ে
কাটে বারোমাস।


পিঁপড়ে খেতে কোথাও গেলে
দলে দলে যায়,
ফড়িং ওদিক ঘাসের ডগা
ছিঁড়ে ছিঁড়ে খায়।


কাজ করেনা ফড়িঙগুলো
পিঁপড়ে খাটে খুব
না খেটে ওই সবুজ ফড়িং
সাজায় নিজের রূপ।


অলস ফড়িং পাতায় দোলে
ফুরিয়ে গেলে ঘাস
পিঁপড়ে বন্ধুর দিকে ফিরে
কাটায় বাকী মাস!