রৌদ্র ডানা মেলে রৌদ্রস্নাত অক্ষরে
তখন আচ্ছন্ন করোটিতে ঘোরে কুয়াশাচ্ছন্ন তৈলবীজ
জীবনের একনিষ্ঠ সময়গুলো
কাঁকড়ার সংগীতের মতো গভীর সমুদ্রবন্দরে
উপঢৌকন পাঠিয়েও মেলেনি
মখমল চাদর


তাই জরিপকৃত মাছের ঘামে
বৃষ্টি এলে
পেঙ্গুইনের পাঠশালা ভরে ওঠে শীতার্ত জলখাবারে
আর বৃদ্ধ ছাতিম গাছে যদি রক্তাক্ত আঙুর ঝোলে
তখন ক্ষুধার্ত শেয়ালের হাঁক বেড়ে যায়


পাউরুটির ভাঁজে ভাঁজে মাংশ গুঁজে দিলে যদি
বার্গার হয় তবে
ভয়ংকর পশুর হুংকারের ভূমিকম্পে
তলানো পৃথিবীতে মানুষ মরে অট্টহাসিতে ফেটে পড়বে। ঝলসানো মাংসগুলো উঠে চিৎকার করে উড়ে যাবে ঝাঁঝালো বনে। চকিত দৃষ্টি খুলে পাল্টে যাবে পৃথিবীর আমেরিকান বারান্দা।