মনেমনে ক্ষুদ্ধ
মুখেমুখে কারো হয়
শুধু বাকযুদ্ধ।


কারো শির  নত হয়
অন্যায়ে কাজেতে,
কেউ চায় প্রতিযোগী
তার কাছে না জেতে।
ভুলপথে থেকে মাথা
রাখে কেউ উর্দ্ধ।


পড়ে আছে কেউ কেউ
মহাবীর ফাঁপরে,
বিজয়ীর আটকায়
নিচু মীর জাফরে।
পড়ে থাকে সেই যেন
একাকি রুদ্ধ।


এইভাবে পরাজিত
হয়ে যায় যুদ্ধ।