মেঘের চাতালে নামা সুখ
বেশীরভাগ সময় ক্ষণস্থায়ী হয়


যখন অবসন্ন আঁধারে বাদুড় ঠেলা জীবন
কলাপাতায় আসন্ন হয়
মাটির ভাজে না জেগে থাকা কফিন
আর তাজা জীবন উপুড় করে দেয়া স্বদেশী সাপোর্ট
দিনকে দিন গোণে বিজয়ের নামতা
তখন সেই প্রাণে থাকে
সাগর সেঁচে মুক্তো লাভের আনন্দ
তবুও জাগে, বিষন্ন সংশয়


আমি আকাশের ঠিকানায় মাথা গুঁজি
আর ফিরে পাই, কিছু
পরাজিত পরিণয়ের উপাখ্যান