আমার বাড়ীর চারপাশেতে
সারি সারি গাছ,
ঘর আছে আর হাঁস-মুরগী
পুকুরভরা মাছ।


উঠোন আছে ঘরের নিচে
তারপরেতে বিল,
উপর আকাশ মেঘের পাশে
চমকে ওঠা নীল।


ঝুলছে পাখি চিকন ডালে
বাতাসে দেয় দোল,
পালকি হেলে ঘোমটা বধু
বাঁজছে পিছে ঢোল।


এসব আমার গাঁয়ের ছবি
বাংলা মায়ের কেশ,
বাংলা আমার মা জননী
কোমল পরিবেশ।