বিকেলের লাল রোদে
পৃথিবীর বড় পেট কাৎ হয়ে যেন
ঝলক ঝলক হলুদ ঝরে পড়ে


সূর্যের শরীরে থাকে না আর
ভাজা নিকোটিনের গন্ধ


পুরো আকাশে ধুলোর কুয়াশা লেপটে
যখন ব্লাকহোল করে ফেলে
আর তামার গ্যাস বিচ্ছুরণ করে চাঁদ
তখন ট্যারা ইঁদুরের কামড়ে
উল্টে যায় ধুমকেতুর নীল


গ্রাস করে নেয় ওপারের সংকেত


সুতরাং
এপারে আলো ওপারে ভালো
মাঝখানে মেঘ তুলতুল
অদূরে উতলা আতশি মন