আরেক পাওয়া অস্ত যাওয়া
ছন্দ হাওয়া দিন,
শীষ দেয়া যে গানের কলি
দিগন্তে বিলীন|
যখন যেটা নিত বেশী
চিত্ত যেরুপ চায়,
সব চাওয়াকে করলে পাওয়া
আকড়াবে সন্ধায়|
শেষ হল যে শুরুর মেলা
দিনের বেলার চাঁদ,
রোদের কিরণ পুড়িয়ে দেবে
সত নায়ের বাঁধ|
অ-বেলাকে সঙ্গী করে
যখন তুমি চলো,
খামখেয়ালী চলনবলন
সাঙ্গ তখন হলো|
আপন ভূলের জন যদি
মস্ত বিপদ আসে,
মানবে রে মন তখন সেটা
মানবে না কেউ পাশে|