আজ ঘুরব রঙের আকাশ নীলে
গন্ধ নেব ফুলে,
সুখ সরবী মাখব হাওয়ায়
পেখম দুটি খুলে|
আজ তারে ছুয়ে স্বপ্নগুলো
ফিরে পাবে পাণ,
অদম এ ইচ্ছে গুলো
বিলাবে সুঘাণ|
বটের মূলে মিলব মোরা
যুগ জনমের ফেমে,
স্মৃতির মায়ায় বাধবে সাড়া
ধরবে নয়া পেমে|
সে যে সবি সাধের পাওয়া
নীল নয়না পাখি,
যতন করে বুকেতে হায়
আদর করে রাখি|
পদ্ম লতা লিলি লোলা
সেই চেহারা টাকে,
আদরে তা ইচ্ছে করে
ভরিয়ে দিতে তাকে|
এই দিনেতে এসো তুমি
বুকের অতি কাছে,
বলব তোমায় আমার যত
দুঃখ জমা আছে|