মানব যখন অন্ধকারে হলো নিপতিত
দুঃশাসনের গ্যাড়াকলে অনেক ছিলো ভীত।
মরুর ভেতর তপ্ত রোদে আগুন আগুন মূর্তি
সেই আগুনে কাফের বে-দ্বীন করতো শুধু ফুর্তি।
থাকতো মানুষ সকল সময় মদ জুয়াতে মেতে
নারী জাতি নিষ্পেষিত, নির্যাতিত এতে।
ডুবেছিলো চারিদিকে অন্ধকারে সবই
এমন সময় আলোর মশাল নিয়ে এলেন নবী।


তিনি এলেন আলো হয়ে পথভুলোদের পাশে
তাঁর ছোঁয়াতে আকাশ, বাতাস, গাছপাখিরা হাসে।
চারিদিকে খুশির হাওয়া পড়ছিলো বেশ ঝরে
কোথায় গেলো তাঁর ছোঁয়াতে আঁধারগুলো সরে!


তিনি এলেন জয় করিলেন দুষ্টু লোকের ভাষা
এই পৃথিবী আলোয় ভরে দিবেন এটাই আশা।
তিনি চলেন যেখান দিয়ে দূর হয়ে যায় কালো
ক্রমেক্রমে এই পৃথিবীর ফুটলো ভোরের আলো।
তিনিই আসল, পথহারারা পেলো তাঁকে খুঁজে
আস্তে করে এই ধরাটার মানুষ নিলো বুঝে।


সে যে ধ্যানের, প্রাণের নবী, প্রাণভরে তা চিনি
কঠিন দিনে থাকেন যেন আমার পাশে তিনি।