উনিশশত বায়ান্ন সাল
বাতাস ছিলো ভারী,
বাংলা ভাষা এলো বুকে
কতো প্রতিক্ষারই!


বুক চিতানো ঝাঁজরা করে
বুলেট সারি সারি,
আমার ভাইয়ের রক্ত ঝরে
একুশ ফেব্রুয়ারী।


মুখের বুলি বাংলা ভাষা
সোনার দামে কেনা,
এই সোনাতে হীরক জ্বলে
আন্ধারে যায় চেনা।


ভাষা মুখের-বুকের কথা
বাংলা তারই নাম,
এই ভাষাতে দুলেই দুলে
ধরাতে আসলাম।