তোমাকে বুঝতে পারিনি আজও,
তোমার ঠোঁটের কোণে রহস্য নাকি হাসি


প্রেম- সেতো, রোদ আর জ্যোৎস্না ভেজা কবিতা
যদি বরফস্নাত গাছের শরীরে আগুনের ঠোঁট
এফোওফোড় করে দেয়
আর উষ্ণ হৃদয়ে জাগে চৌকস মদ
তখন তোমাকে ভাবি চন্দ্রগ্রহণ সংকেতের কোণ হয়ে যায়


বিধবা বিকেল ঘিরে
তোমার বিবর্ণ সময় দেখে মনে হয়
আমি আটলান্টিক ঘেষা এক এস্কিমো আকাশ
যেখানে শ্বেত সজারুর লোমে জাগে
শকুনি প্রেম
তখন অজস্র শাপলা
প্লাস্টিক মুড়ে হাসে আর
আমাকে ভেংচি দিয়ে
আঠালো গ্রীবার চিরকুট ঠেলে দেখায়
পতনশীল কাগজ লোহার আগে পড়ে
ভস্মীভূত হয়
আমি হতে পারিনি দখিন জানালার পুষ্পিত আভা


ছাঁই মাটি ছুঁলে আকাশ যদি মেঘলা হতো
তুমি হতে পারদের মোম
তুমি পারদের পাথর হলে
আকাশ গলে গলে কালোমেঘে ছেয়ে যায়
বিস্তর পৃথিবী


তবুও তোমাকে আমি বুঝতে পারিনা, ওগো মন।
ওগো প্রিয়জন...