প্রেমকে শালীন হতে বললে
মনটা অশালীনভাবে কাঁদে
মনকে প্রেমের দড়িতে বেঁধে
ঘুরিয়ে ফেললে মনে হয়
বাঘের তেষ্টায় মানুষের রক্ত খাওয়ার ভুল প্রলোভনে দেহ নেচে ওঠে জিভে
তখন মন হয়ে ওঠে
ছন্দহীন বিষন্ন কারাগার!


প্রেম যদি দেহের সৌজন্য শেখায়
মন হয়ে যাবে পবিত্র পাঠের সামগ্রী
চূড়ান্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বলতে হয়
প্রতিটা প্রেম অমর
এখানে সাগর আর আকাশ
সমান সমান দূরত্বে পৃথিবী হয়ে ওঠে আলোকিত সকাল
কিন্তু অল্প সময়েই সৃষ্টি করে
তেতো-মিষ্টি জীবনের গল্প