প্রজাপতি তুমি আমার
হওনা খেলার সাথী,
তোমার সাথে উড়তে যে চাই
সকাল-সন্ধ্যা-রাতই।


প্রজাপতি তোমার উড়া
লাগবে আমার জানা,
কেমনে উড়ি! দাওনা যে ধার
তোমার দুটি ডানা।


প্রজাপতি রাতে তুমি
কোথায় থাকো চুপে,
রঙ-বেরঙে বেড়াও ঘুরে
ঝকমকে ওই রূপে।


প্রজাপতি এসো তুমি
ছোট্ট আমার বাড়ি,
বন্ধু আমি দেখব তোমায়
পরা রঙিন শাড়ী।


প্রজাপতি রঙ ছেড়েছো
ওই আকাশের নীলে,
ফুলবাগানে খেলি এসো
তুমি-আমি মিলে।