আর একটি ঘোর প্রতীক্ষায়
আগুন জমেজমে গড়ে ওঠে প্রতীক্ষা পর্বত
অকুণ্ঠ সাগর যদি অশ্রুতে সৃষ্টি হয়
কঙ্কালে জড়ানো থাকে পলাতক সাপ
তবে ধ্রুপদী বসন্তেও মনে গাঁথে না আর
দোপাটি ফুল।


সংকীর্ণ স্রোত নেমে যায়
অকাট ঝর্ণা ছুঁয়ে বলতে পারি
এ সবুজে আমার বাস
বাদলকে সাথে নিলে মেঘেরা হাসে
উঁইঘরে আজন্ম আকাশ
আমার প্রতীক্ষা সময়ের সাথে
ঝরে পড়ে-যুগের হুইল কেদারে