শিং তোলা ফুলো দুটি
কান যেন ঠিক,
মাঝে মাঝে পুষির চোখ
করে চিকচিক।

ঘরে যায় মজা করে
লেজ নেড়ে ওই,
মাঝে মাঝে রাত হলে
পাশ লেগে শোয়।

গোঁফ নাড়ে ক্ষুধা পেলে
এই হলো ভিউ,
সংকেতে পাশে এসে
ডাকে মিউ মিউ।