গোঁফ নাড়িয়ে মুখটা এসে চাঁটে,
উঠছে ওদিক রান্না ঘরটা লাটে।
মাটির কলস উল্টে পাশে আছে,
যা কিছু দাও আগ্রহ তার মাছে।
খুব আরামে চাল-চলনে খুশি,
সাহেবজাদা এই আমাদের পুষি।


তার উপরে আদর করেই ডাকি,
গায় চড়ে সে করে মাখামাখি।
ইদুর বাদে মানুষ পিছু ছোটে,
ধনীর দুলাল শিকারী না মোটে।
তার দিয়েছি থাকার নরম খাঁচা,
ভাল হয়ে থেকে আমার বাঁচা।