পিঁপড়া চলে পিলপিল করে
ঘোড়া চলে টগবগ
স্রোতে পানি সাই-সাই করে
ফুটলে করে বকবক।


সিংহ রাজা গর্জন করে
রৌদ্র করে ঠনঠন
ঝড়ের গতি শনশন করে
শীতরা করে কনকন।


বৃষ্টি আসে মুষলধারে
সূর্য গালায় চামড়া
বলতে পারো আর কী এমন
প্রায়ই দেখি আমরা!