সূর্যমামা রাগ করেছে
হয়নি দুপুর তাই,
সকাল থেকে ঝরছে পানি
থামার উপায় নাই।


বৃষ্টি বলে ঘরের ভেতর
আমার যেন রাত,
কত্তসময় রাত পোহালো
কত্ত খেলাম ভাত।
তবু আকাশ আঁধার আছে
বাইরে যেতে মানা,
ওইতো দূরে আটকে আছে
দুইটি পাখির ছানা।


সূর্যমামা চাঁদের সাথে
খেলছে বুঝি খেলা,
তাই আসেনা আগের মত
সকাল-বিকাল বেলা।