হুট করে রাজা সাব ধরলেন ঘর
ঠকঠকে শীতে কাঁপে করোনার জ্বর
বেঁধে গেলো পাখিদের কি বিশাল ঝড়
কেউ বলে ঘর থেকে আগে বের কর!


সেরে তোলে সেবা করে রাণী রাতদিন
বাড়ি থেকে রাজকাজ অফ সাতদিন
ঘর থেকে রাজা সাব হলো যেই বের
কানাঘুষা জনগন পেলো সেই টের!


করোনার রোগী বলো হবে কেন বার
তাই দেখে রাজা সাব ফেরালেন ঘাড়!
বকবক করে করে তোরা এইবার সর
ভালো হয়ে গেছে রাজা বুনো কবুতর!


উড়ে উড়ে দেখে রাজা ছোটছোট গাছ
শাখে শাখে রোগী কত পেয়ে যায় আঁচ!
শতশত পাখি মরে করোনার ঘায়
রাজা সাব তাই ভেবে প্রাণ যায় যায়!