রাত্রির নিঝুম ঠোঁটে
বিদগ্ধ শ্রান্তি হেঁটে আসে অগণিত তারার ভীড়ে
মুখরিত নগর
উঁচু টাওয়ারের নীচে
আধারের ছিপি খুলে বোতলের কালি ঢালে
দুমড়েমুচড়ে পড়ে থাকে
ব্যস্তময় দিনের চাবি


অবাধ ফড়িং ঘুরে ঘুরে ফিরে যায়
এন্টেনা নেড়ে
চোখে আনে ভাতঘুম
তারপর একসময় পুরোঘুমে তলক ভাঙে
এই পৃথিবীর


ধবল কিশোর ব্যাঙের ডাকে
ঝিঝিরা চাখে সুখের ওপিঠ
গাঢ় লিকারের প্রকৃতিটা জাপটে
কুনকুনে কোকিল ডানায় লাফিয়ে আনে
চকচকে ভোর


এভাবে-
রাত আসে আঁধারের অশ্রু হয়ে,,,