অন্ধকারের দৃষ্টি নিয়ে আর দেখিনা আলো,
সঙ্গীবিহীন সময় কাটাই নিয়ে রাতের কালো।
বুকটাজুড়ে কষ্টগুলো থরে থরে জমা,
একটুখানি সুখ সেখানে ক্ষণিক দাড়ি কমা।
জীবনটাভর আপন মানুষ দিলো শুধু ব্যথা,
একাই আধার সঙ্গী সেথা দুঃখ নীরবতা।
চাঁদ জোসনা বিছায় পাটি তারার যেন আসর,
এইজীবনে দুখের সাথে করছি আমি বাসর।
একলা যখন তখন যখন কষ্টগুলো পালি,
রাতটা সাজে তখন আমার চোখের কাজল কালি।
নিশীত আধার তাইতো আমার প্রিয়তমার হাসি,
চাঁদের মতই রাতকে আমি অনেক ভালোবাসি।