বর্ষা তুমুল ভেজায় গাছের পাতা
দূরের পথিক ভরসা হাতের ছাতা।
জল না পেয়ে আকাশ ওঠে কেঁদে
শরৎ মেঘরা যায় যে সারি বেঁধে।
ধানের সবুজ হলদে হয়ে পাঁকে
হেমন্তের এই ফসল মাঠে ডাকে।
পা দুটো যায় শিশির জলে ভিজে
লেপের তলে শীতটা আসে নিজে।


ডালে ডালে শব্দ পাখির গানে,
বাসন্তী সব ফুলে শান্তি আনে।
বৈশাখী ঝড় আসে তপ্ত রোদে,
প্রকৃতি ঠিক মাতে প্রতিশোধে।
এমনি করে ঋতুর বদল ঘটে,
জেগে ওঠে সবার স্মৃতিপটে।