রোদের চেহারা দেখে
সোনার রূপে পড়ে ভাটি
কিছুকিছু মরীচিকা সামনে হতাশার আলো ছড়ায়
এত আশা এত প্রেম
বুকের বাঁ'পাশ ঘেষে চমকিত অনুভব আনে


আর পেছনে থাকে ধোঁয়ার আস্তরণ।


যখন চকচকে আয়না
মুখের শ্রী আনে; ভাঙা আয়না হৃদয় ভেঙে দেয়
তখন মন লিটমাস পেপার হয়ে যায়


যদি ফুটন্ত চোখে বরফ ঝরে
তবে বুঝে নিতে পারি
আকাশে কালোমেঘে ছেয়ে নিবে
অজস্র ছাতিম গাছ


সঙ্গিবিহীন পাথর
শুধুই পাথর, অকাট নীলে থাকে বিলের দীর্ঘশ্বাস!


এতিম বটগাছ একাকি কাঁদে
পাখিরাও পাতার ছায়া মাড়ে না