রোদ পুড়ে চলছেই চলছেই চলছে
শরীরটা ঘাম হয়ে কতদিন গলছে।
গাছতলা পথঘাট মরুমরু গন্ধ
রোদ পুড়ে চোখ দুটো হলো বুঝি অন্ধ।


রোদ পুড়ে মগজটা ঝিনঝিন করছে
গরমের কালো ঘোড়া চেপে ধরে জোরসে।
এই আসে এই যায় মেহমান বিদ্যুৎ
যেই আসে প্রাণ বলে এই বুঝি দেবদূত।