ব্যথা নিয়ে সারা দেহ
সুখে নেই মোটে,
আর কেউ ডাকে নাতো
মিঠা সুর ঠোটে।

পড়ে আছি বহুদিন
বাতঁব্যথা রোগে,
কাজ নেই টাকা নেই
সব একযোগে।

দেয় কেউ ছেঁড়া কাঁথা
কেউ দেয় চাল,
এইভাবেই গরীবের
চলে দিনকাল।

এক নয় দুই নয়
বহুদিন ধরে,
শুধু জ্বালা সারাখন
চিনচিন করে।

রোগ শোক পিছু লাগে
পিছু পিছু ঘোরে,
আরোগ্যেই প্রভু দাও
সব ভাল করে।