স্বাধীন আমার বাস্তুভিটা
স্বাধীন আমার নীড়,
স্বাধীন আকাশ মুক্তো ডানা
স্বপ্ন সুনিবিড়।


স্বাধীন সতেজ স্বচ্ছ গাছে
যখন আশাহীন,
বদ্ধ কপাট চাবির ভেতর
স্বাধীন সকল দিন।


স্বাধীন সময় একলা যা চাই
মুঠোয় ভরি সুখ,
সুখ যে এত নেবো কোথায়
হৃদয় এতটুক।


স্বাধীন সবই সকল খানে
নেই তো তারই শেষ,
এই বাংলার এপাশওপাশ
স্বাধীন সারাদেশ।