নদীর মতো টলটলে জীবন নিয়ে
এক সাগর রক্ত শালুক হেঁটে এসেছে আমার গৃহে
কখনও সাদা ডলফিন হয়ে
বিস্তৃত উদার আকাশের মতো তিমির জাহাজ যেমন
অনাগত বিশুদ্ধ সাগরের ফেনায় ভেসে ওঠে আমার উচ্ছিষ্ট প্লেট
জলচৌকির মতো নদীর ঘোলাটে আরাম যখন হাঙরের পাকস্থলী চিরে ক্রমাগত আঁধারের পথচারী হয় তখন আমার ব্যথাতুর পায়া তুলতে পারিনা প্রচন্ড ভারী আবেশে


আমিও বলেছি, হে নদী- তুমি আমার জন্য চরম উদার হয়ে যাও-
যেখানে দু'বাহু খুলে মহাসাগরের সঙ্গম দেখি