ঘুরতে ঘুরতে বিড়াল হলো
নিজ এলাকা পার,
কোন হায়েনা মারবে ছোবল
রক্ষাতো নেই আর।

কুকুর রাজের এই এলাকা
দাপট তারি খুব,
ইদুর শকুন ভয়েই থাকে
সব সময়ে চুপ।

দেখল সেদিন কুকুর রাজা
রাস্তা থেকে দূরে,
একটি বিড়াল বসেই আছে
পিছন হয়ে ঘুরে।

মোচড় দিয়ে উঠলো দেহ
বিগড়ে গেল মাথা,
কাঁমড়ে নয়, ভয় দেখাবে
তাতেই দেবে হাটা।

এই চিন্তাটা করেই কুকুর
হুংকার দেবে ঘেউ,
পৃথিবীর সব বিড়াল জাতি
বাঁচবে না আর কেউ।

যেমনি ভাবা তেমনি গেলো
বিড়াল ব্যটার কাছে,
ফাটিয়ে গলা করলো আওয়াজ
শক্তি যতই আছে।

যেমন ছিলো রইলো তেমন
ফুটলো যখন বোমা,
থমকে বিরুপ মূর্তি নিল
বিড়াল দেখি ওমা!

একটা ঝাঁকি উঠলো দিয়ে
ঘুরিয়ে ছোট্ট দেহ,
হুংকারে নয় পাঁকিয়ে চোখে
করলো হুকুম কেহ।

কুঁচকে শরীর ভড়কে কুকুর
বললো ওগো মামু,
কাঁপা কাঁপা কন্ঠে বলে
এখন কোথায় যামু?