সাপ-বেজিতে তুমুল রুপে
লাগলো বুঝি খুব লড়াই,
সাপের দেহে উঠেই বেজি
করছে মজা হীন বড়াই।

খানিকবাদে সাপ জড়িয়ে
বেজির করে চ্যাংদোলা,
হাঁপিয়ে বেজি চিৎ হয়েছে
শুন্যে দুখান ঠ্যাংতোলা।

বুনো বিড়াল গোঁফ পাঁকিয়ে
বেরিয়ে করে দাঁত খালি,
এমন মজার খেলা দেখে
পাখিরা দেয় হাত তালি।