শীত আমাকে করতে কাবু বুকের ভেতর ছু'লো
গরমকালের বেগুনগুলো দেখছি তাজা মুলো।
মুলোর সাথে দেখছি পালং, বাঁধাকপি গাজর
শীত তখনও ঢুকছে ভেঙে বুকের ভেতর পাজর।


শীত আমাকে করতে কাবু ভেংচি কেটে হাসে
করছে কাশি ওঠা-নামা বুকের ভেতর শ্বাসে।
এত কাশি সারে না তো তুলসীপাতার রসে
পুরনো হিসেব খাতা খুলে লেপ ফুড়ে সে কষে।


শীত আমাকে করতে কাবু এলো বরফ তুলে
এমন সময় কপাল দোষে গোসল গেলাম ভুলে।
আমার সাথে পালিয়ে বেড়ায় সূর্য কোথায় বাড়ি
শীত আমাকে করলো কাবু কাঁপছে আরও মাড়ি।