রাত্রিজুড়ে শব্দ কিসের!
গুড়ুমগুড়ুম চাল
মটর মটর ভাঙছে ঘরে
তেঁতুলগাছের ডাল।


মুন্ডুছাড়া বিশাল দেহ
বোঁচকা দুটো নাক
শুনে বুকে খিল ধরে যায়
হিহি! হুহু! ডাক।


করছে কেমন দাঁত কটমট
দুষ্টু ভুতের দল
ছরছর ছর টিনের চালে
ছাড়ছে কিসের জল!


বুকের ভেতর ভয়ের পাহাড়-
করছিলো দপদপ,
রাত্রিজুড়ে ভুত ছিলো না
স্বপ্ন ছিলো সব!