হাটের ছেলে ঘাটের ছেলে
একটা ছেলে চাই,
পথের ছেলে পাঠের ছেলে
সৎ পথে যার পাই।


যা শেখাবেন শিক্ষাগুরু
সেখান থেকেই করবে শুরু
বাইরে থেকে ঘর,
বাবা-মা যেই ডাকবে মুখে
শুনবে সে যে কপাল ঠুকে
হবেনা নড়চড়।


এই ছেলেটি ঠিক মেলেনি
পাও য২দি কেউ খোঁজ,
বিহান হলে তারও গলে
ঝুলবো আমি রোজ।