চারিদিকে সুনসান নীরবতা কাহিনী
কুয়াশায় টলটলে শিশিরের বাহিনী।
লেপ কাঁথা তরতাজা মাথা গুঁজে বালিশে
রাতগুলো যায় কেটে ফোম-তুলো পালিশে।


বই নিয়ে হইচই করে মেয়ে-ছেলেরা
কম জলে মাছ ধরে কেঁপেকেঁপে জেলেরা।
দিনশেষে সাদাবক নামেনা যে পানিতে
এত শীত বুড়োবক পারেনা সে মানিতে।


এই শীতে মন বসে,  আরবী ও ছরফে?
চামড়াটা ফুটো করে হাড় ধরে বরফে।
শীতে ঠকঠক কাঁপে শুয়ে-বসে মাদুরে,
কম্বলে ঢেকে দাও শিগগির দাদুরে।


শীতে নেই বাইরেও যতসব পোকারা
পানি দেখে ভয় পেয়ে দূরে যায় খোকারা।
বাইরেতে গেলে ধোঁয়া কুয়াশায় মিশিরে
টপাটপ চারদিক ভরে যায় শিশিরে।