শিরোনামহীন সুন্দর তোমার চোখ;
সারাটিক্ষণ কাজল লেপ্টে আছে আইব্রুর সরু নলে।
কাজলের সূক্ষ্ম কণাতে এতো প্রেম! এতো মায়া! এতো সুখ!
না পাওয়ার যন্ত্রণায় নির্ঝর বেদনা আমাকে গ্রাস করে নেয়,
তুমি শতাধিক জোনাক, আলোময় পথের দিশা,বিদ্যুৎ চমক!
রাতের আত্মায় যেন খেলা করে তোমার মেঘবতী চুল,
ক্লান্তিহীন ফিগার, চাঁদের মতো মুখ!
উচ্ছল ঢেউয়ে অবারিত পায়ের হাঁটা দেখলে মনে হয়
চঞ্চল ময়ূর সৌরভ ছাড়িয়ে যাচ্ছে আমার চারিপাশ।
সম্মোহিত হয়ে তাকিয়ে দেখি তোমার চোখ,
আর প্রেমে পড়ে যাই-
চিকন জাদুকরী কণ্ঠের প্রতিটি শব্দে চেতনা জাগে আমার
বুকের স্নায়ুতে স্নায়ুতে জেগে ওঠে অনুভূতির শিকল।
নিটোল গালে ঢেউ পড়ে যখন
অর্কেস্ট্রার হাসির স্রোত
হাজার কবিতা আর গান হার মেনে যায়-
বাজতে থাকে হাসি, বাজতে থাকে কথা, মায়াময় চোখ, জাদুকরী ঠোঁট,
আর প্রেমে পড়ে যাই-