শিশির জমা সকালবেলা দুপুররোদের তাপ
মিষ্টি লাগা সময়গুলো যায় ফেলে তার ছাপ।
যায় ফেলে তার স্মৃতির পাতা শান্ত জলের টোপ
দেখলে ভোরের তাজা ছবি জ্ঞান হয়ে যায় লোপ।


আকাশ যখন শুভ্রকেশে ঢাকনাওয়ালা ছাদ
তখন ঘাসে জাল বিছিয়ে শিশির বানায় ফাঁদ।
ফাঁদে ফাঁদে আটকে থাকে মুক্তোদানা জল
তখন মনে উপচে পড়ে নানান স্মৃতির ঢল।


শিশির যখন ধোঁয়ার ভাজে ঢেকে রাখে পথ
বাইরে যেতে চাওয়া মনের যায় ঘুরে তার মত।
ঘরের ভেতর একলা বসে কেমন কাটে দিন
শিশির মাখা মনটা আমার করেরে চিনচিন।