ভোর না হতেই কুয়াশারা
পড়ছে চাকায় ঘুরে
রোদ উঠেছে যখন পুবে
শিশির গেলো উড়ে।


কুয়াশারা ফোঁটায় ফোঁটায়
পড়ছে যখন ঝরে
শিশির গেলো উধাও হয়ে
রোদের তাপে সরে।


ঘাসের ডগায় মুক্তো শরীর
জ্বল জ্বলিয়ে জ্বলে
স্বচ্ছ কাচের রোদ এলো যেই
তৎক্ষণাৎ সে গলে।