পাল্টে যাচ্ছে গাছের ডগা
মিষ্টি ভোরের রূপ
মনে হচ্ছে কে কার সাথে
রাগ করেছে খুব।


চোখ রাঙালো দুপুর যখন
শীত করেছে রাগ
শীত আর গরম দিনটা যেন
হলো দুই দু'ভাগ।


একভাগে তার আদ্র হাওয়া
একভাগে তার তাপ
উত্তরে বয় হাড় কাঁপানো
ঠান্ডা সেভেন আপ!


তাপটা করে নিম্নচাপে
এলোমেলো রাত
বদ্ধঘরে আকাশ আবার
ঝরায় বৃষ্টিপাত।