শীত কথাটি বলতে মানা
শীত আমারে কাঁদায়,
শীতের ভোরে কুয়াশা ওই
কেমন করে বাধায়!


শীত কথাটি বলতে মানা
আমার ছেঁড়া কাঁথায়,
টাকার অভাব সুখে-দুখে
বুঝছি আমি না তাই।


শীত কথাটি বলতে মানা
আমি যে আজ টোকাই,
আমিই নাকি জীবনটি ভর
খেয়ে গেলাম ধোকাই।


শীত কথাটি বলতে মানা
শীতেই মাথা কাঁপায়,
জ্বর-জুরিতে পড়লে আমি
কাজ হয়নারে নাপায়।