দক্ষিণে ঠিক মশাল জ্বলে
উত্তরে বয় বায়ু,
শীতের সকাল মিঠেল রোদে
কমছে যেন আয়ু।


কচুর পাতায় শিশির হাসে
দূর্বা ডগায় পানি,
মুক্তো দানা আনছে বয়ে
কিসের ঝলকানি।


রাতের তারা কাঁপছে যেন
উর্দ্ধ আকাশ তলে,
বৃদ্ধ-শিশু গোসল করে
আগুন গরম জলে।


পশ্চিমে ওই পাখির বাঁশি-
ঘন্টা এলো ভেসে,
পূব আকাশে রঙিন আলো
সূর্যি এলো হেসে।