সূর্য দেখায় মুখ
শীতে কী সুখসুখ!
অনেক বড়ো হয়ে ওঠে
মিষ্টি ভোরের বুক!


ফেললে ছায়া গাছ
চকচকে হয় কাচ
হাড়কাঁপানো বাতাসগুলো
উত্তরে দেয় নাচ!


সংক্ষিপ্ত এই দিন
কী হয় এটার মীন!
প্রকৃতিটার কাছে যেন-
কার যে কত ঋণ!