শীতকালে কী কী হয়? ঝরে পড়ে পাতা
মেঘেদের তালগোল পেকে যায় মাথা।
ঝুপ ঝুপ টুপটুপ বৃষ্টিরা ঝরে
খপ করে শীত এসে যাকে পায়, ধরে!


শীতকালে কী কী হয়? শিশিরের পানি
কুয়াশায় চোখে যেন পড়ে যায় ছানি।
ঘাসজুড়ে মুক্তোরা টল-টল করে
তখন তো কাঁথা মুড়ে থাকা চাই ঘরে।


শীতকালে কী কী হয়? ঠকঠক কাঁপে
বুড়ো-শিশু পড়ে যায় একদম চাপে।
গা'য় ব্যথা পা'য় ব্যথা ভোগ করে জ্বরে  
সর্দিতে খুসখুস নাক শুধু ঝরে।


শীতকালে কী কী হয়? রস খেজুরের
গাছি ভাই কাঁচি দিয়ে করে দেয় বের।
পুরো গাঁয় ভরে যায় সবজির চাষে
শীতকাল এইভাবে চুপ করে আসে।